Monday, November 10, 2025
HomeScrollরাশিয়ায় ভয়াবহ বিপত্তি, KA-২২৬ হেলিকপ্টার ভেঙে দু টুকরো
Russia

রাশিয়ায় ভয়াবহ বিপত্তি, KA-২২৬ হেলিকপ্টার ভেঙে দু টুকরো

চপার দুর্ঘটনায় নিহত পাঁচ আরোহী

Written By
২২

ওয়েবডেস্ক- রাশিয়ায় (Russia) হেলিকপ্টার (Heli Copter) ভেঙে নিহত পাঁচ আরোহী। আছড়ে পড়ার আগে চপারটি ভেঙে দু-টুকরো হয়ে যায়। KA-226 হেলিকপ্টারটি দু-টুকরো হয়ে গেলে বিরাট আগুন জ্বলতে দেখা যায়। রাশিয়ার দাগেস্তান- ( Dagestan)  আচি-সু গ্ৰামে আছড়ে পড়ে চপারটি। চপারটিতে প্রতিরক্ষা-সংশ্লিষ্ট একটি বিমান সংস্থার ঊর্ধ্বতন কর্মীরা ছিলেন বলে খবর। বিমানটি কিজলিয়ার ইলেক্ট্রোমেকানিক্যাল প্ল্যান্ট (কেইএমজেড) দ্বারা পরিচালিত হত, যা রাশিয়ান সামরিক বিমানে ব্যবহৃত সিস্টেমের একটি প্রধান সরবরাহকারী।

হেলিকপ্টারটি কিজলিয়ার থেকে ইজবেরবাশের দিকে উড়েছিল, ঠিক তখনই মাঝ আকাশে আগুন ধরে যায়, জরুরি অবতরণে চেষ্টা করা হয়েছিল। রুশ সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে পাইলট ক্যাস্পিয়ান সমুদ্রের একটি সৈকতে বিমানটিকে কপ্টারটি অবতরণে চেষ্টা করেছিলেন। কিন্তু এটি কারাবুদাখকেন্ট জেলার কোনও স্থানীয় ব্যক্তির উঠোনে গিয়ে পড়ে চপারটি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে হেলিকপ্টারটি মাটিতে পড়ে যাওয়ার আগে তার লেজ ভেঙে যাচ্ছে। বিমান চালক সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারানো আগে কপ্টারটিকে জলের উপর তুলতে সক্ষম হন।

আরও পড়ুন-  বাতিল হাজার হাজার বিমান! কেন অচলবস্থায় ডুবছে ট্রাম্পের দেশ?

সংঘর্ষের ফলে প্রায় ৮০ বর্গমিটার এলাকা জুড়ে আগুন লেগে যায়। তবে জরুরি বিপর্যয় মোকাবিলা বাহিনী সেইগুলি তড়িঘড়ি নিভিয়ে ফেলে। আবাসিক ভবনটি দুর্ঘটনার সময় খালি ছিল।

দাগেস্তানের স্বাস্থ্যমন্ত্রী ইয়ারোস্লাভ গ্লাজভ নিশ্চিত করেছেন, “বিমানটির ধ্বংসাবশেষ থেকে তিন যাত্রী এবং পাইলটকে উদ্ধার করা হলেও পরে তাদের আঘাতের কারণে তিনি মারা যান। আরও দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দেখুন আরও খবর-

Read More

Latest News